পুঠিয়ার শিলমাড়িয়ায় পুকুরে ৪ লক্ষ টাকা মাছ লুট, ১৫ হাজার টাকা জরিমানায় সমধান
পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ার শিলমাড়িয়া অমৃতপাড়ায় পুকুরের প্রায় ৪ লাখ টাকার মাছ লুটের ঘটনায় ইউনিয়ন বিএনপির আহবায়ক হাফিজুল ইসালমের নিকট থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে শালিশগণ। শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার সাধনপুর পুলিশ ফাঁড়িতে শালিশদারগণ এই জরিমানার অর্থ আদায় করে।
থানায় জমা দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের অমৃতপাড়া গ্রামের মজিবুর রহমানের নিজ ও লীজকৃত পুকুরের মাছ দীর্ঘ দিন থেকে মাছ চাষ করে আসছে। চলতি নভেম্বর ৯ তারিখ শনিবার সকালে দিনে-দুপুরে একই এলাকার শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হাফিজুল ইসলাম (৪৫), মোঃ সাফু (৬০), মোঃ ফজল (৬২), মোঃ ঝন্টু (৪৫), মোঃ আবু বক্কার (৪০) ও মোঃ নাহিদ সহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জন পুকুরে থাকা সমস্ত প্রায় ৪ লক্ষ টাকার মাছ জোরপূর্বক লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সেই দিন মজিবুর রহমান বাদী হয়ে পুঠিয়া থানায় একটি অভিযোগ জমা দেন। ঘটনাটি তদন্তের জন্য সাধনপুর পুলিশ ফাঁড়ির ইনচাজ শামিম রেজা কে দায়িত্ব প্রদান করেন। এই ঘটনার প্রেক্ষিতে গন্যমান্য বক্তিরা শনিবার সকালে পুলিশ ফাঁড়ি এলাকায় জন্য উপস্থিত হয়ে বিষয়টি মিমাংসা করে দেন। এ সময় হাফিজুল ইসলাম ও তার সঙ্গীদের নিকট থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভূক্তভোগীকে দেন শালিশদারগণ।
স্থানীয় এনতাজ আলী জানান, আজকে সাধনপুর ফাঁড়িতে বসে উভয়ের সম্মতিতে ১৫ হাজার টাকায় মিমাংশা হয়েছে।
পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবু হায়াত জানান, ঘটনাটি সঠিক বলে শুনেছি। কোউ যদি দলের নাম ভাংগিয়ে কোন অপকর্ম করে তার বিরুদ্ধে দল থেকে ব্যবস্থা নেওয়ার দাবি করছি।
ভূক্ত ভোগী মজিবুর রহমান জানান, আমার পুকুরের প্রায় ৪ লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে। কিন্তু ভয়ভীতি দেখিয়ে মাত্র ১৫ হাজার টাকা দিয়েছে। শুধু তাই নয় আমার নিজের জমি ও লীজ নেওয়া জমি তারা দখল করে মাছ চাষ করবে বলে জানিয়েছে।
সাধনপুর ফাঁড়ির ইনচার্জ শামিম রেজা জানান, তারা উভয় পক্ষ ১৫ হাজার টাকায় মিমাংশা হয়েছে। এ সব টাকা পয়সা লেনদেনের মধ্যে আমি ছিলাম না। বাদি-বিবাদীরা নিজেরা নিজেরা করেছে।
থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, বিষয়টি আমার জানা নাই। স্থানীয়রা মিমাংশার ক্ষেত্রে করতে পারে। তবে পুলিশ এই রকম কাজ করে না। তবে বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখবো।