পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় থানার অফিসার্স ইনচার্জের সাথে জামাতে ইসলাম নেতাদের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে পুঠিয়া থানা চত্তরে সাক্ষাতকালে জামাত নেতা মাওলানা আহমাদুল্লাহ অফিসার্স ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করেন যে,
মানুষের উপর এখনো নির্যাতন চলছে পরোক্ষভাবে, যেটা আমাদের কাম্য নয়। আমাদের কাছে অনেক অভিযোগ আছে, অনেক দু:খ কষ্টের কথা আছে সেগুলো আমরা চাই এর সুষ্ঠ প্রতিকার হোক; মানুষের শান্তি স্বস্থি ফিরে আসুক, কোনো সন্ত্রাসী বা দুর্নীতিবাজ নতুন করে আর সন্ত্রাস ও দুর্নীতি করতে না পারে এ ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা এবং এই এলাকা ভালো রাখার জন্য আপনাদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভুমিকা আশা করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিউপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, অধ্যাপক মুনসুর রহমান, অধ্যাপক আব্দুল লতিফ, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যক্ষ আনিসুর রহমান, ইঞ্জিনিয়ার এবি এম মাসুম ও অধ্যক্ষ আব্দুল মান্নান প্রমুখ।
Next Post