পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ার নকুলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের ইট ব্যবহার করে ঢালাই কাজ করার অভিযোগ উঠেছে। যার কারণে উপজেলা প্রকৌশলীর হস্তক্ষেপে সেই ঢালাই কাজ বর্তমানে বন্ধ রয়েছে।
জানা গেছে, ২৬ মার্চ ২০২১ সালে সিইডিপি প্রকল্পের আওতায় পুঠিয়া উপজেলার নকুলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মাণ উদ্বোধন করেন সংসদ সদস্য ডাঃ প্রফেসর মোঃ মনসুর রহমান। বর্তমানে সেই কাজটি শেষ পর্যায়ে রয়েছে। তবে সেই স্কুল ভবনের প্রতিটি ঘরের, বারান্দার এবং উঠার সিড়িতে নিম্নমানের ইট ব্যবহার করে কাজ করছে। বিষয়টি ঢালাইয়ের দিনে উপজেলা প্রকৌশলী সেই কাজ বন্ধ করে দেন। তাই বর্তমানে কাজটি বন্ধ থাকলেও সেই নিম্ন মানের ইট কাজের স্থানেই রয়েছে। তা অপসরন করা হয়নি।
নাম না প্রকাশের শর্তে স্থানীয়রা জানান, এখানে কাজের শুরু থেকে অনিয়ম করে কাজ করা হয়েছে। অজ্ঞাত কারনে বন্ধ করা হলেও রহস্য জনক ভাবে আবার কাজ শুরু করে কাজ শেষের পথে। তাই কেউ প্রতিবাদ করতেও চায়না। তবে এই কাজ বন্ধ আছে আবার দেখবেন কখন করে শেষ করে দিয়েছে।
নকুলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে তার মোবাইল ফোনে যোগযোগ করে কথা বলা সম্ভব হয়নি।
ঠিকাদার মাহফুজ আহম্মেদ ডলার জানান, সে স্কুলে আমি কাজ করছি। আর কাজ শেষের পথে এবং সবকিছু ভালো মানের কাজ হচ্ছে।
উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, নিম্নমানের ইট ব্যবহার করায় ঢালায় কাজ বন্ধ রাখা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আফরিন রহমান এর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ও ফোন রিসিভ করেননি।
Comments are closed.