পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ার নন্দপুর উচ্চ বিদ্যালয়ে গোপনে ম্যানেজিং কমিটি গঠন করে প্রধান শিক্ষক অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে জমা দেওয়ায় তা বাতিলের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট আবেদন করেছে এলকাবাসীর পক্ষে স্কুল কমিটির এক সদস্য।
নন্দপুর উচ্চ বিদ্যালয়ের সদস্য মোঃ আজিজুল ইসলাম কর্তৃক বৃহস্পতিবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট জমা দেওয়া আবেদন সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়নের নন্দপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ চলতি বছর এপ্রিল মাসে ১৯ তারিখে শেষ হবে। এরমধ্যে তফশিল ঘোষণা করে কমিটি গঠনের নিয়ম থাকলেও তা না করে স্কুলের প্রধান শিক্ষক আফরোজ হোসেন (ছুম্মা) কাউকে না জানিয়ে বা তফশিল ঘোষণা না করেই গোপনে একটি পকেট কমিটি করে বৃহস্পতিবার রাজশাহী শিক্ষা বোর্ডে জমা দিতে গিয়েছে বলে জানতে পেরে তা বাতিলের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট দাবী করেন।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ জাহিদুল হক জানান, একটি আবেদন আমাদের অফিসে জমা দিয়েছে তা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.