পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : বহুল আলোচিত রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে অপহরণের নাটকের সাথে জড়িত একজন সহযোগীকে আটক করেছে পুলিশ।
থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাকিবুল হাসান জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদর এলাকা থেকে অভিযান চালিয়ে নাটোর জেলার সুলতানপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র লিটন (২৮) কে আটক করে পুলিশ। লিটন বানেশ্বরে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে অপহরণের নাটকের একজন সহযোগী ছিল বলে জানা গেছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।