পুঠিয়ার বারোপাখিয়ায় অগ্নিকান্ডে একটি পরিবার সর্বস্বান্ত

১৬৩

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী পুঠিয়ার বারোপাখিয়ায় অগ্নিকান্ডে একটি পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। মঙ্গলবার ভোররাতে পুঠিয়া উপজেলার বারপাখিয়া গ্রামের সুকেন মন্ডলের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা জানান, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের বারপাখিয়া পূর্বপাড়া গ্রামের সুকেন মন্ডলের গোয়াল ঘরের মশার কয়েল থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।

সুকেন মন্ডল অভিযোগ করে বলেন, কেউ শত্র“তা করে গোয়াল ঘরে পেছনে থাকা পাটশালায় আগুন ধরিয়ে দিয়েছে। ভয়াবহ এই অগ্নিকান্ডে তার বসতভিটা এবং গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়েগেছে। ঘরে থাকা জিনিসপত্র, একটি মোটরসাইকেল, ফ্রিজ, বাক্সসহ মূল্যবান জিনিপত্র পুড়ে গেছে। এছাড়াও গোয়াল ঘরে থাকা একটি গরু, দুইটি ছাগল আগুনে পুড়ে মারা গেছে।

পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল ইসলাম বলে, খবর পেয়ে আমার ঘটনাস্থালে গিয়ে কোন জলাধার না পেয়ে কাজ করতে পারিনি। বাড়িতে যাওয়ার রাস্তার সরু হওয়ায় আমাদের পানিবাহী গাড়িও সেখানে নিতে পারা যায়নি। একারণে অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণ করা সম্ভব হয়নি।

Comments are closed.