পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : ১৪ বছর পর তফশিল ঘোষণা হওয়ার পর আবারও রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভালুকগাছি ও শিলমাড়িয়া এই দুইটি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৬ মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সায়েদুর রহমান ভুইয়া জানান, বৃহস্পতিবার সন্ধায় এ সংক্রান্ত নির্দেশনা পত্রের ফটোকপি সংশ্লিষ্ট পার্টি থানায় এসে জমা দিয়ে যায়। সেই কপি মোতাবেক জানা যায়, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের গোপালপাড়া গ্রামের খায়ের প্রাং এর ছেলে জহির উদ্দিন বাদী হয়ে উচ্চ আদালতে রিট পিটিশন নং-১৭১২৩/১৭ দায়ের করে। সুপ্রীম কোর্ট, হাই কোর্ট এর সহকারী রেজিস্টার, সুপারেনটেনডেন্ট এনামুল হক মজুমদার এবং প্রশাসনিক কর্মকর্তা স্বাক্ষরিত নোর্টিশ নং- ১৭.০০.০০০.০৭৯.৪১.০১৮.১৬-৫৪৮, তারিখ- ১২ ডিসেম্বর ২০১৭ বলে জানা যায়। নোর্টিশ মোতাবেক আগামী ৬ মাসের জন্য ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছাঃ ফাতেমা খাতুন জানান, জেলা নির্বাচন কর্মকর্তা এ সংক্রান্ত আমাদেরকে কোন ম্যাসেজ দেননি। তবে নির্বাচন স্থগিত সংক্রান্ত কোন পত্র আমরা পাইনি। তাই আমার কোন কিছু জানা নাই।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল আল মাহ্মুদ জানান, এ সংক্রান্ত কোন কাগজ আমরা পাইনি। তবে থানায় এ সংক্রান্ত একটি কাগজ থানায় এসেছে বলে শুনেছি।
প্রকাশ যে, সীমানা সংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতে রিট আবেদন থাকায় দীর্ঘ ১৪ বছর উপজেলার ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউনিয়নে নির্বাচন স্থগিত রয়েছে। সকল আইনি জটিলতা কাটিয়ে গত ১২ নভেম্বর তফসিল ঘোষনা করে নির্বচন কমিশন। তফসিল অনুযায়ী গত ২৭ নভেম্বর মনোনয়নপত্র দাখিল সহ যাচাই বাছাই সম্পূর্ন হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর ভোট গ্রহনে দুই ইউনিয়নে ব্যাপক প্রস্তুতিও নেয়া হয়েছে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Prev Post
Next Post