নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ার খলিসাকুড়ি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার নব নির্মিত ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মোঃ মনসুর রহমান।
শুক্রবার দুপুর ১২ টার দিকে পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের খলিসাকুড়ি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার উপস্থিত থেকে এর উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রহিদুল ইসলাম, শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রহিম মোল্লা, আওয়ামীলীগের নেতা আতাউর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।