পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় করোনা ভাইরাস আতঙ্কে ঘরে থাকা উপজেলার প্রতিটি ইউনিয়নে ১ হাজার জন দুঃস্থ হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয় ।
রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে বানেশ্বর কলেজ মাঠে শারি বদ্ধভাবে দাড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ হামিদুল হক।, এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রুমানা আফরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, বানেশ্বর ইউপি চেয়ারম্যান গাজী মোঃ সুলতান আলীসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ সেসময় উপস্থিত ছিলেন ।
এ সময় জেলা প্রশাসক মহোদয় ১৪০টি পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করেন। এবং উপজেলা পর্যায়ে পর্যায়ক্রমে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান জেলা প্রশাসক।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.