পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য’ শ্লোগানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে পুঠিয়া উপজেলা পরিষদ নতুন হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করেন।
দিবসটি উপলক্ষে প্রথমে উপজেলা পরিষদ চত্বরে র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, উপজেলা চেয়ারম্যান পত্নী শামীমা হাসান শিলু, উপজেলা নির্বাহী অফিসার পত্নী মিশকুর রুমী, শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল প্রমুখ। এতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ডালিয়া পারভীন সভাপতিত্ব করেন।
Comments are closed.