পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকালে পুঠিয়া থানা পুলিশের আয়োজনে উপজেলার পুঠিয়া পরেশ নারায়ন (পি এন) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি বের করে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মাদ আনাছ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল হক মাসুদ, ভাল্লুকগাছী ইউপি চেয়ারম্যান তাকবির হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন।
Comments are closed.