পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া নভেল করোনা ভায়রাস আতঙ্কে ঘরে থাকা হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগত টাকা বিতরণ করেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনছুর রহমান। বৃহস্পতিবার সকালে পুঠিয়া উপজেলা বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে এ সব বিতরণ করা হয়। এর মধ্যে এমপি সাহেবের ব্যাক্তিগত ফান্ড থেকে ৩ শত জন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, পুঠিয়া ইউপি চেয়ারম্যান আশরাফ খাঁন, আওয়ামীলীগ নেতা গোলাম ফারুক উপস্থিত ছিলেন।
এ সময় চাউল, ডাউল, তেল, আলু এবং নগত অর্থ বিতরণ করেন।