পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি ১০ দিনের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার সকালে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়ার পচামাড়িয়া স্কুলে উপজেলা আনসার ও ভিডিপি কার্যলয় এই প্রশিক্ষণের আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহীনুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল রহিম মোল্লা, শুকুর সরদার, প্রশিক্ষক মেহেদী হাসান ও প্রশিক্ষিকা মোছাঃ খুশি খাতুন, কোম্পানী কমান্ডার আবুল কালাম আজাদ সহ অনেকে উপস্থিত ছিলেন।
গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি ১০ দিনের মৌলিক প্রশিক্ষণে ৩২ জন পুরুষ এবং ৩২ জন মহিলা অংশগ্রহণ করেন।
Comments are closed.