পুঠিয়ায় চেক বিতরণ অনুষ্ঠিত

১৭৫

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় ২০২১-২২ অর্থ বছরে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত দরিদ্রদের চিকিৎসা সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের অর্থ সহায়তা, দরিদ্র ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবারের অর্থ সহায়তা ও কলেজ /বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অর্থ সহায়তার চেক বিতারণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়।

এ সময় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা চেক বিতরণ করেন রাজশাহী-৫, (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক, আওয়ামী লীগ নেতা আহসানউল হক মাসুদ, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রবিউল করিম সহ অনেকে।

Comments are closed.