পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় করোনা ভাইরাস আতঙ্কে ঘরে থাকা অসহায় গরীব দিনমজুরদের মাঝে জেলা ছাত্রলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়। মঙ্গোবার দুপুরে উপজেলার পুঠিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে হতদরিদ্র দিনমজুরদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এ সব বিতরণ করেন।
জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব এর সার্বিক সহযোগীতায় এই সামগ্রী বিতরন
কার্যক্রম এর উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল উল হক মাসুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ সময় চাউল ৫ কেজি, ডাউল ১ কেজি, তেল হাফ লিটার, আলু ২ কেজি ও নগদ ১০০ টাকা বিতরণ করেন।