পুঠিয়া প্রতিনিধি : ”জীবনের আগে জীবিকা নয়; সড়ক দুর্ঘটনা আর নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর পুঠিয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২২ শে অক্টোবর) সকাল ১০ টায় পবা হাইওয়ে শিবপুর হাট পুলিশ
ফাঁড়ির উদ্যোগে র্যালীটি বের করা হয়। র্যালীটি উপজেলা চত্তর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, শিবপুর হাট ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী । এছাড়াও এ র্যালীতে রাজনৈতিক ব্যাক্তির্বগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, সরকার ২২ অক্টোবরকে ‘জাতীয় সড়ক দিবস’ হিসেবে ৫ জুন ২০১৭ সালে
মন্ত্রী পরিষদে সভায় সর্বসম্মতিক্রমে স্বীকৃতি দিয়েছে। এবছর তৃতীয় বারের মতো দেশব্যাপী সরকারি ভাবে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।