পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ শ্লোগানে রাজশাহীর পুঠিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। সোমবার বেলা ১১ টার দিকে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও যুব উন্ন্য়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা পরিষদের নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ডালিয়া পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নীলা ইয়াসমীন সহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৭ জনকে প্রায় ৯ লক্ষ টাকা ঋণের চেক বিতরণ করা হয়।
Comments are closed.