পুঠিয়ায় জাতীয় শোক দিবস পালিত

১৯৪

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: গভীর শ্রদ্ধায় ও নানান কর্মসুচীর মধ্য দিয়ে রাজশাহীর পুঠিয়ায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। রবিবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম। এ সময় রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মুনসুর রহমান, উপজেলা চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু, থানার অফিসার ইনচার্জ মোঃ সরোওয়ার্দী, আওয়ামীলীগের নেতা আবু বকর সিদ্দিক, আহসানুউল হক মাসুদ সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহরিয়ার রহিম কনক।

Comments are closed.