পুঠিয়া প্রতিনিধি : পুুঠিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরন করেছেন। শুক্রবার বেলা ১১ টায় জেলা পুলিশ পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে জনসাধারণের মাঝে সম্প্রতি সারাবিশ্বে মহামারি আকারে বিস্তারকারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরন করেন। রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম উপস্থিত থেকে লিফলেট ও মাস্ক বিতরণ করেন। সেসময় সঙ্গে ছিলেন, পুঠিয়া সার্কেলের এএসপি আবুল কালাম সাহিদ, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, ওসি তদন্ত হাসমত আলী, এসআই সাজ্জাদ হোসেন, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মোঃ সুলতান আলী, বিশিষ্ট ব্যবসায়ী ওসমান আলী, ইউপি সদস্য আঃ আজিজ, আব্দুল মালেক, আ’লীগ নেতা সেলিম শেখ, এনামুল হক এবং সাংবাদিক সে সময় উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের লক্ষণ ও কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে সকলকে সচেতন থাকার বিশেষ নির্দেশনা প্রদান করা হয় এবং গুজব থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Next Post