পুঠিয়ায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ

৩৭৪

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি রাজশাহীর পুঠিয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। রবিবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ সম্মেলনে প্রশিক্ষণের আয়োজন করেন বাংলাদেশ তথ্য কমিশন ও পুঠিয়া উপজেলা প্রশাসন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার (সিনিয়র সচিব) এনডিসি সুরাইয়া বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদফতরের সাবেক মহাপরিচালক ড. শফিকুল ইসলাম, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল সহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ।

উক্ত প্রশিক্ষণে উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ইউপি সচিব সহ ৬০ জন অংশগ্রহণ করেন।

Comments are closed.