পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় তরমুজ ব্যবসায়ীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে পুঠিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মাদ আনাছ, সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ, থানার অফিসার ইনচার্জ মোঃ সোরয়ার্দ্দী, বানেশ্বর বাজারের ঠিকাদার মোঃ ওসমান আলী সহ তরমুজ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় তরমুজ বিক্রয়ের ক্ষেত্রে ১-৫ কেজি ওজনের তরমুজ প্রতি কেজি ৪০ টাকা এবং ৫ কেজির বেশি ওজনের তরমুজ প্রতি কেজি ৪৫ টাকা দাম নির্ধারণ করা হয় বলে জানা গেছে।