পুঠিয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধি ও ছাত্রদল নেতার উপর হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ

১৭৫

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধির এবং ভোলায় ছাত্রদল নেতা নূরো আলম ও সেচ্ছাসেবক দল নেতা আঃ রহিম ভাই এর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার বিকেলে উপজেলা সদরে অধ্যাপক নজরুল ইসলামের বাস ভবনের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করেন পুঠিয়া পৌর বিএনপি সহ অঙ্গসংগঠন।

এতে সভাপতিত্ব করেন পৌর আহবায়ক আসাদুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আঃ সাত্তার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম, পুঠিয়া পৌর মেয়র মোঃ আল মামুন।

এসময় বিএনপি নেতা মমতাজুল হক লাল্টু, একরামুল হক, শামীম আহম্মেদ, মাজেদুল হক বাচ্চু, আনিছুর রহমান, কৃষক দলের নেতা বজলুর রহমান, আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা শিহাব, অনুপ, ফারুক, আলাল, বাবু, মিঠুন সহ অনেকে উপস্থিত ছিলেন।

 

Comments are closed.