পুঠিয়া প্রতিনিধি : রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুরহাট বাজারে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায়, বাস্তবায়িত জৈব কৃষি ও বালাই ব্যবস্থাপনা প্রদর্শনী এবং আইপিএম কৃষক মাঠ স্কুল থেকে উৎপাদিত “নিরাপদ সবজি ও ফল বিক্রয় কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কামরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার অরুন কুমার তরফদার, বানেশ্বর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আব্দুল মালেক, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম, মোঃ মঞ্জুরুল হক, মোঃ মোক্তাদেরুল হক প্রমূক।
Next Post