পুঠিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

২১২

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এর মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী নুরুল হাই মোহাম্মদ আনাছ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দী হোসেন, পুঠিয়া পিএন সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষ্যে পুঠিয়া উপজেলা পরিষদ নতুন হলরুমে কেক কাটা, র‌্যালি, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

Comments are closed.