পুঠিয়ায় বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকীতে এনজিও সিদীপের করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

৩৭২

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়াতে ‘স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীতে’ করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এনজিও সিদীপের পক্ষে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ।

শুক্রবার সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পীরগাছা তালুকদার গুচ্চু গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করেন এনজিও সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস সিদীপ।

এ সময় উপস্থিত ছিলেন সিদীপের রাজশাহী এরিয়া ম্যানেজার নিত্যানন্দ পাল, পুঠিয়া শাখার ম্যানেজার সাইফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় করোনায় ক্ষতিগ্রস্ত দুই শত জনের মঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Comments are closed.