পুঠিয়ায় বিএমডিএর ফলদ চারা বিতরণ ও রোপণ কার্যক্রমের উদ্বোধন

৩৫৮

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: মুজিববর্ষ ২০২১ উপলক্ষে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের পুঠিয়া জোন কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের পমপাড়া আশ্রয়ণে ১০০টি উন্নত মানের ফলদ চারা বিতরণ ও রোপণ কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করেন বরেন্দ্র কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আখতার জাহান (সাবেক এমপি)। অনলাইন জুম প্লাটফর্মে সংযুক্ত ছিলেন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশিদ, প্রকল্প পরিচালক প্রকৌশলী শরিফুল হক, রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী জিন্নুরাইন খান। সরাসরি উপস্থিত ছিলেন শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল ও পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রহিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ কার্যক্রমে আরো সম্পৃক্ত ছিলেন উচ্চতর উপসহকারী প্রকৌশলী নাঈমুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী খান জাফরুল মেহেদী মাহমুদ, সহকারী মেকানিক খাইরুল ইসলাম ও তাজমুল হক সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Comments are closed.