পুঠিয়ায় বিএম অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

0 ১,৪৬৮

Puthia-Pic-10-8-16অজয় ঘোষ, পুঠিয়া-রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় আশা’র-বিএম অর্ধ-বার্ষিক সমন্বয় সভা’২০১৬ অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১০ টা দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদরে মৎস্য খামার ব্যবস্থাপকের কার্যালয়ে আশা’র-বিএম অর্ধ-বার্ষিক সমন্বয় সভা’২০১৬ এর সভাপতিত্ব করেন রাজশাহী-পুঠিয়া জেলা ডিএম মোঃ মাসুদুল হোসেন সরকার। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশা-কেন্দ্রীয় কার্যালয়ের এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ মোতাহার হোসেন বাহার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জোন এর সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ মিজানুর রহমান, জেলার সকল আরএম, জেলা অডিটর, বিএম ও এএসই প্রমুখ কর্মীবৃন্দ।
উল্লেখ্য, যে জানুয়ারী’১৬ হতে জুন’১৬ পর্যন্ত আশা-রাজশাহী (পুঠিয়া) জেলায় ঋণ বিতরনের লক্ষ্যমাত্রা ছিল ৪৪ হাজার ৫২২জন ১২৫.৪৫কাটি টাকা, বিতরণ হয়েছে ৪৩ হাজার ২৬৩ জন ১২২.৩২কোটি টাকা এবং আগামী জুলাই/১৬ হতে ডিসেম্বর/১৬পর্যন্ত ১২২.৫ কোটি টাকা ঋণ বিতরণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.