পুঠিয়া প্রতিনিধি : পুঠিয়ার বেলপুকুরে বিদেশী পিস্তলসহ জারজিস হোসেন (২৭) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করছে র্যাব-৫। সোমবার দিবাগত রাত্রি সোয়া ২টার সময় উপজেলার বেলপুকুর থানার ছোট ধাদাস এলাকার একটি আমবাগান থেকে তাকে আটক করা হয়। আটক জারজিস উপজেলার বানেশ্বর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
এসময় তার কাছ থেকে ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড উদ্ধার করা হয়। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল বেলপুকুর থানার বেলপুকুর ইউনিয়নের ছোট ধাদাস গ্রামের অভিযান পরিচালনা কালে জারজিসকে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ আটক করা হয়। আটক জারজিসকে জিজ্ঞাবাদে সে অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করে।
পরে তার বিরুদ্ধে বেলপুকুর থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।