পুঠিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণকারী ও তার সহযোগিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানবন্ধন

২৮৪

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: ধর্ষক মুক্ত সমাজ চাই, নিরাপদ জীবন চাই শ্লোগানে রাজশাহীর পুঠিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণকারী খলিল ও তার সহযোগিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বেলা ১১ টার দিকে পুঠিয়া উপজেলা পষিদের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই মানবন্ধন কর্মসূচী পালন করেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেয় এলাকাবাসী।

এ সময় পুঠিয়া উপজেলার কান্দ্রা গুচ্চু গ্রামের উন্নয়ন কার্যকারী কমিটির সভাপতি বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মাহাবুর রহমান, প্রচার সম্পাদক রিপন দাস, সহ-সম্পাদক আবুল হোসেন, জাতীয় শ্রমিক লীগের পৌর সম্পাদক আল মামুন, সাবেক ছাত্রলীগ নেতা মুকবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, গুসায় হালদার সহ অনেকে উপস্থিত ছিলেন।

 

Comments are closed.