পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ‘মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলার সুর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদুল হক মাষ্টার, মুক্তিযোদ্ধা হাকিম আতাউর রহমান, সাবেক মহানগর কমান্ডার ডঃ আব্দুল মান্নান, পুঠিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মুক্তিযোদ্ধা রমজান আলী, মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সহ অনেকে।
Comments are closed.