পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় লুতফুল কবির কে বাঁচাতে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন তার পরিবার। হিমোগ্লাইটি থ্যালাসিয়ামা রোগে আক্রান্ত হওয়ায় ১৭ বছর থেকে তার অসহায় পরিবার চিকিৎসা ব্যায় করে বর্তমানে অসহায় হয়ে পরেছে। অর্থের অভাবে তার চিকিৎসা ব্যায় চালাতে ব্যার্থ হয়েছে তার পরিবার।
জানাগেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের কানাইপাড়া গ্রামের দিনমজুর মোঃ আবুল কাশেমের ছেলে লুতফুল কবির (১৯) জন্মের পর থেকে অন্যের রক্ত দিয়ে জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছে। তাকে প্রতি মাসে তিন ব্যাগ রক্ত দিতে হয়। এছাড়া প্রতি মাসে ঔষুধ এবং ইনজেকশন মিলে প্রায় ৬ হাজার টাকা খরচ হয়। তার পরিবার দীর্ঘ ১৭ বছর থেকে সাহায্যে-সহযোগির মাধ্যমে তার চিকিৎসা সেবা করে আসছে। বর্তমানে তার পরিবার অর্থিক অভাবে থাকায় তার চিকিৎসা ব্যায় চালাতে পারছেনা। তাই সকল হৃয়দবান মানুষের কাছে সাহায্যের প্রার্থনা করেছেন- বিকাশ একাউন্ট নম্বর-০১৭৪২-৯৪৯২৯০ (পারসোনাল)।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.