পুঠিয়ায় শেখ রাসেল দিবস উপলক্ষে তাল গাছের চারা রোপন

২৩১

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে তাল গাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল ৩ টার দিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পুঠিয়া জোনের আওতায় বেলপুকুরিয়া বাইপাস সড়কের দুই ধারে ২০০টি তাল গাছের চারার রোপণ করা হয়।

এ সময় রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান তাল চারা রোপন কাজের শুভ উদ্বোধন করেন।

এতে আরো উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পুঠিয়া জোনের সহকারী প্রকৌশলী মোঃ আল মামুনুর রশিদ, উচ্চতর উপ-সহকারী প্রকৌশলী মোঃ নাইমুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী খান জাফরুল মেহেদী মাহামুদ, বেলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জমসেদ আলী সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Comments are closed.