পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া রাজবাড়ীর সামনে সরকারী জায়গা অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
শনিবার বেলা ১১ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদরে রাজবাড়ী মাঠের সামনে সরকারী জায়গা দখলদার হাত থেকে মুক্ত করার জন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুজ্জামান এর নেতৃত্বে পুঠিয়া থানা ও রির্জাভ পুলিশের উপস্থিতে একটি ভেকু মেশিন দিয়ে অবৈধ স্থানপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুজ্জামান বলেন, সরকারী নির্দেশনা মোতাবেক অবৈধ দখল দারদের কয়েক বার নোর্টিশ ও ঘোষণা দেওয়ার পরও অবৈধ স্থানপনা অপসরন না করে নেওয়ায় আইন শৃঙ্খলা বাহীনির সহায়তায় ভেকু মেশিন দারা অবৈধ স্থানপনা অপসরন করা হচ্ছে। এই অভিযান অব্যহত থাকবে বলে জানান।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Prev Post