দুর্গাপুর প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় দুর্গাপুরের বাবু(৩৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। বাবু দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের কছের আলির ছেলে।
জানাগেছে ১৭ মে বুধবার দুপুরে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম গোপালপুর থেকে পুঠিয়ায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবু ও তার মা জুলেখা বেগম এসময় তাহেরপুর – পুঠিয়া সড়কে পুঠিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌছালে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের পুলের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এসময় বাবু ও তার মা জুলেখা বেগমকে গুরুতর আহত অবস্থায় এলাবাসী উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়ার পথে বাবুর মৃত্যু হয়।
এ বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
Comments are closed.