পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীতে করোনা ভাইরাসে (কোভিড-১৯) ক্ষতিগ্রস্থ ২৫০ পরিবারের মাঝে রমজান ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের বিভিন্ন ওর্য়াডে ওর্য়াডে গিয়ে নিজ অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করেন পুঠিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি রাজিবুল হক রাজিব। সামাজিক দূরত্ব মেনে এই ঈদ সামগ্রী বিতরণ করেন কৃষকলীগের এই সভাপতি।
করোনা পরিস্থিতিতে উপজেলার বেলপুকুর ইউনিয়নের কর্মহীন ও নিম্ন আয়ের মানুষকে ব্যক্তিগত উদ্যোগে সেমাই, চিনি, আটা, পাউডার দুধ প্রদান করেন। করোনা সংকট শেষ না হওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত থাকবে।
সে সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আ’লীগের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ, সদস্য আব্দুল মান্নান, আ’লীগ নেতা শেখ আবু হানিফ সুজা, প্রবিন আ’লীগ নেতা রায়হানুল হক, জেলা কৃষকলীগ সদস্য মো. আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান নয়ন, মোছা. আফরিন জাহান স্মৃতিসহ বিভিন্ন ওর্য়াডের নেতৃবিন্দু।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});