পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ এর রাজশাহীর পুঠিয়া উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অধ্যক্ষ নজরুল ইসলাম কে সভাপতি ও শাহরিয়ার রহিম কনক কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। মঙ্গলবার বিকেলে পুঠিয়া পিএন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পুঠিয়া উপজেলা আওয়ামীলীগের এই সম্মেলনের আয়োজন করা হয়।
বিকেলে প্রথমে অংশে আলোচনা এবং দ্বিতীয় অংশে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল কুমার সরকার ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সদস্য আব্দুল আওয়াল শামিম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা। সঞ্চালনায় ছিলেন, পুঠিয়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মালেক।
এসময় রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নজরুল ইসলাম ঠান্ডু, এমপি প্রফেসর ডঃ মনসুর রহমান, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, মোহাম্মদ নাসির উদ্দিন লাভলু, একরামুল হক, জাকির ইসলাম সান্টু সহ বাংলাদেশ আওয়ামী লীগ ও স্থানীয় জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।
Comments are closed.