পুঠিয়া দলিল লেখক সমিতির সদস্যের মৃত্যুতে কলম বিরতী ও শোকসভা

২৬৬

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলা দলিল লেখক সমিতির সদস্য কমরুজ্জামান ওরফে রেজাউল এর অকাল মৃত্যুতে কলম বিরতী ও শেকসভার আয়োজন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ের সামনে পুঠিয়া উপজেলা দলিল লেখক সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা সাব-রেজিস্টার সায়মন ইমতিয়াজ।

এ সময় দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি কয়েস উদ্দিন, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সদস্য হবিবুর রহমান ও মৃত কামারুজ্জামানের ছেলে শহিদুলজ্জামান শুভ। এসময় দলিল লেখক সমিতির সদস্যরা এক ঘটনা কলম বিরতী পালন করেন। শোক সভায় পুঠিয়া উপজেলা দলিল লেখক সমিতির সকল সদস্য ও নকল নবীশ গণেরা উপস্থিত ছিলেন।

শোক সভা শেষে মৃত কমারুজ্জানের স্মরণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন দলিল লেখক সমিতির সদস্য হাফেজ মোহাম্মদ জহুরুল ইসলাম। সঞ্চালনা করেন দলিল লেখক সমিতির কোষাধক্ষ্য শরিফুল ইসলাম টিপু।

Comments are closed.