পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী জেলার পুঠিয়া পৌর ও ইউনিয়ন এলাকায় গণটিকা কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড়। টিকা নিতে সকাল থেকেই কেন্দ্রের সামনে লাইনে দাঁড়ান তারা। এরপর আজ শনিবার সকাল ৯টা থেকে এক এক করে টিকা গ্রহন করেন। টিকা নিতে আসা পুরুষের চেয়ে নারীদের সংখ্যা অনেক বেশী।
সকালে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনছুর রহমান, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ সহ অনেকে উপস্থিত থেকে পরিদর্শন করেন।
পুঠিয়া উপজেলায় পুঠিয়া পৌরসভা ও পুঠিয়া, বেলপুকুরিয়া, বানেশ্বর, ভালুকগাছী, শিলমাড়িয়া ও জিউপাড়া এই ৬ টি ইউনিয়ন পরিষদ এলাকায় ৭ টি কেন্দ্রে গণটিকা প্রদান করা শুরু হয়েছে। অনেকে আগে থেকেই নিবন্ধন করে এসেছেন। আবার অনেকে শুধু পরিচয়পত্র ও মোবাইল ফোন নিয়ে আসেন।
তবে টিকা কার্যক্রম ৭টি কেন্দ্রে ৪২ শত জনকে টিকা দেওয়ায়। মানুষের সংখ্যা বেশী হওয়ায় টিকা না পেয়ে অনেককে ফিরে যেতে হয়েছে।