পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় জাতীয় শোক দিবসের দিনে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সসিজেন সিলিনডার, ফ্লোমিটার ও ট্রলি প্রদান করেন পল্লী সঞ্চয় ব্যাংক, পুঠিয়া। রবিবার সকালে পুঠিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে এটি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মতিন, পুঠিয়া পল্লী সঞ্চয় ব্যাংক এর শাখা ব্যাবস্থাপক হাবিবুর রহমান সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারী এবং উপকার ভোগী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত আমান আজিজ।
অনুষ্ঠানে পুঠিয়া পল্লী সঞ্চয় ব্যাংক এর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ করোনা রোগীদের সহায়তায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সসিজেন সিলিনডার, ফ্লোমিটার ও ট্রলি প্রদান করেন।