পুনঃনির্বাচিত মেয়র খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

0 ২১১
স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় মেয়র নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।  শনিবার (২৪ জুন) সন্ধ্যা রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত নগরীর রাণীবাজারস্থ জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান।
পুর্ননির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান, রাজশাহী শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়ন,ইউমেন এন্টারপ্রিনিয়াস এসোসিয়েশন অব বাংলাদেশের রাজশাহী জেলা সভাপতি আঞ্জুমান আরা পারভীন ও নির্বাহী পরিচালকবৃন্দ, সিআরপি রাজশাহীর সেন্টার ম্যানেজার সোমা বেগম, অগ্রণী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি মোঃ আব্দুর রহমান, অগ্রণী ব্যাংক অফিসার সমিতি, রাজশাহীর সভাপতি মোঃ হাতেম আলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, রাজশাহী সভাপতি ও মোঃ হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফা জাহান, ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিল সুলতানা আহমেদ সাগরিকা, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সামাদ খান, অর্থ সম্পাদক মিলন শেখ, প্রচার সম্পাদক আজম খান, সদস্য শরিফুল ইসলাম তোতা, সোহাগ আলী, সোহরাব হোসেন ও শামিউল ইসলাম শামিম প্রমূখ।
আরো ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য ইউনুস আলী,  জাতীয় শ্রমিক লীগ, বগুড়া জেলার সদস্য সচিব রাকিব উদ্দিন প্রাং,  ১৮ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.