পূজা মন্ডপের মর্যাদা বজায় রাখার অনুরোধ- খাদ্যমন্ত্রীর 

0 ১৮২
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসব মহাউৎসবে পরিণত হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এজন্য মন্ডপের মর্যাদা রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের কাছে অনুরোধ জানিয়েছেন মন্ত্রী।
রোববার ( ১৫ অক্টোবর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভায় এসব কথা বলেন মন্ত্রী।
খাদ্য মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। তাই ধর্ম যারযার উৎসব সবার। তবে খেয়াল রাখতে হবে, ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার না করে।
মন্ত্রী আরও বলেন, দুর্গা উৎসবকে ঘিরে কেউ রাজনীতি করার চেষ্টা করলে তার সমুচিত জবাব দেওয়া হবে। বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে কোন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ নেই। এই উৎসবকে ঘিরে অনেকেই মাদকদ্রব্যের অপব্যবহার করে থাকেন বলে শোনা যায়।  এবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার অনুরোধ জানিয়েছেন খাদ্যমন্ত্রী।
এসময় নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইমতিয়াজ মোশেদের সভাপতিত্বে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ঈশ্বর বর্মন সাধারণ সম্পাদক সুরঞ্জয় বিজয়পুরীসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভা শেষে মাসিক আইনশৃঙ্খলা, মাসিক সভা ও প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারকে ঢেউটিন ও টাকা প্রদান করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

Leave A Reply

Your email address will not be published.