
শনিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ভাবিচা ইউনিয়নের ডিমা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তফিজ উদ্দিন ওই গ্রামের মৃত ফজের আলীর সন্তান।
থানা ও পরিবার সূত্রে জানা গেছে , ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। শনিবার রাতে খাবার খেয়ে প্রচন্ড পেটব্যাথা নিয়ে স্ত্রীর সাথে ঘুমাতে যান। পরিবারের সদস্যদের অগোচরে তার নিজ শয়ন কক্ষে তীরের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।