পেট দেখিয়ে সমালোচনার জবাব দিলেন নেইমার

0 ১৪৩
নেইমার। ছবি : এএফপি

একেই বুঝি বলে—হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে! এক সময়ের জনপ্রিয় নেইমার এখন হাস্যরসের পাত্র। তাকে নিয়ে ক্লাব কর্তারা আগে থেকেই বিরক্ত। ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ তো বলেই দিয়েছেন, নেইমারকে ছাড়া মানিয়ে নিতে শিখতে হবে দলকে।

অনেকেই তাকে মোটা, ফিটনেসবিহীন বলেন ট্রল করেছে। সেসব ট্রলের অবশ্য জবাব দিয়েছেন নেইমার নিজেই। ইন্সটাগ্রাম স্টোরিতে একটি ছোট ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে দেখা যায়, বিচের পাশে হাঁটতে হাঁটতে হঠাৎ টি-শার্ট উঁচিয়ে পেট দেখান নেইমার। সঙ্গে সমালোচকদের উদ্দেশে মধ্যাঙ্গুলি প্রকাশ করেন।

আর বলে ওঠেন— ‘অতিরিক্ত ওজন? সেটি হতে পারে। কিন্তু, মোটেও মোটা নই আমি। সমালোচকরা, এই দেখো আমার পেট।’

Leave A Reply

Your email address will not be published.