পেশা ছেড়ে রাজনীতিতে কেন এসব তারকা?

0 ৫৪৪

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আলোচনায় টলিউড। একাধিক টলি তারকা বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দেওয়ায় তাদের নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এবার মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন একাধিক তারকা। আর যোগ দিয়েই নির্বাচনের টিকেট পেয়েছেন তারা।  

সম্প্রতি প্রার্থী তালিকা প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি। এবার তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক তারকা এবং খেলোয়াড়দের দেখা গেছে।

টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি হবু শাশুড়ি পিয়া সেনগুপ্ত যোগ দিয়েছেন তৃণমূলে। বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর থেকে প্রাথী করা হয়েছে কৌশানীকে। রাজনীতিতে একেবারেই নতুন কৌশানী। তিনি বলেন,‘ দিদির বিশ্বাস মাথার ওপর দিদিরি আর্শিবাদের জন্যই আমি এই জায়গায় পৌছেছি। দিদির এই বিশ্বাসের উপযুক্ত মর্যাদা যেন আমি দিতে পারি, সেটাই আমার স্বপ্ন, আর তা পূরণ করব।’

বারাকপুর থেকে দলীয় টিকিট পেয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। উচ্ছ্বসিত রাজ বলেন, ‘কথা দিচ্ছি, বারাকপুর বিধানসভা কেন্দ্রে জিতে দিদিকে উপহার দেব। আমি মমতা বন্দ্যোপাধ্যায়েল কাছে কৃতজ্ঞ যে উনি আমার নাম ভেবেছেন এবং আমাকে যোগ্য মনে করেছেন। দিদির যা পরিকল্পনা সেই অনুযায়ী কাজ করব।’

চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী। চন্ডীপুরের মানুষের ঘরের ছেলে হয়ে কাজ করার কথা জানান সোহম। তার ভাষায়, ‘মনে বল রয়েছে, সাহস এসেছে। চন্ডীপুরের মানুষকে অনেক ভালোবাসা। তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে কাজ করব। চন্ডীপুরের মানুষের কাছে গিয়ে ঘরের ছেলে হয়ে লড়াইতে লড়বো।’

আসানসোল দক্ষিণ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী সায়নী ঘোষকে। প্রার্থী তালিকা ঘোষণার পর নিজের ইনস্ট্রাগ্রামে পোস্টে করেছেন সায়নী। আসানসোলের মানচিত্র শেয়ার করে তিনি লিখেন, ‘আসানসোল এবার একসঙ্গে, ভালোবাসে একে অপরের পাশে থেকে চলো কিছু করে দেখাই।’

এ দিকে, বাঁকুড়া থেকে মমতা ব্যানার্জির দলের প্রার্থী অভিনেত্রী সয়ন্তিকা ব্যানার্জি। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচন করবেন কাঞ্চন মল্লিক। শিবপুর কেন্দ্রে মনোজ তিওয়ারি।

এছাড়া চন্দননগর থেকে নির্বাচন করবেন অভিনেতা ইন্দ্রনীল সেন। রাজারহাট নিউটাউনে অদিতিমুন্সী। বারাসাত থেকে অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী, উলুবেরিয়া পূর্ব থেকে ফুটবলার বিদেশ বোস। ঝড়গ্রাম থেকে অভিনেত্রী বীরবাহা হাঁসদা। মেদিনীপুর থেকে জন মালিয়া, সোনারপুর দক্ষিণ থেকে লাভলি মৈত্রকে প্রার্থী করা হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.