গত ১০ নভেম্বর ২০২১ ইং তারিখে অনলাইন নিউজ পোর্টাল চ্যানেল টুয়েন্টিত্রি সহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ‘রাজশাহীর দুর্গাপুরে ভূমি দস্যু প্রতারকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। আমাকে সমাজের কাছে হেও প্রতিপন্ন করার উদ্দেশ্যে করানো হয়েছে। তার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। প্রকৃত ঘটনা হলো- রাজশাহী জে
লার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বদোপাড়া গ্রামের মৃত নবদ্বীপ চন্দ্র সরকারের ছেলে অমিও চরন সরকার এবং অনিল চরন সরকার এর পুঠিয়া উপজেলার ভিক্ষনপুর মৌজার খতিয়ান নং-৩, জেএল নং-৮০ তে উভয়ের ১৯৪ নং দাগে ধানী শ্রেণীতে ১৮ শতক জমি রয়েছে। পরবর্তীতে দুই ভাই ৯ শতক করে ভাগে পায়। সেই সূত্রে অনিল চরন সরকার তার ভাগের ৯ শতক জমি একই গ্রামের অনিল কুমার প্রাং এবং তার স্ত্রী রাধা রানী কে ৪ জুন ১৯৯০ সালে এককালীন দানপত্র হিসাবে রেজিস্ট্রি করে দেন।
সেই জমিতে প্রায় দেড় শত বছর পূর্বে থেকে একটি কালি পুজার আসন এবং অনেক পুরাতন একটি গাছ রয়েছে। যা ঢেপর তলা কালি বাড়ি নামে পরিচিত। সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রতিবছর পূর্জা অর্চনা ও সাথে মেলা উদযাপন করে আসছে। সেই জমির খারিজ ও খাজনা প্রদান সহ ভোগ দখল করে আসছে অনিল কুমার প্রাং দিং।
কিন্তু সেই জায়গা থেকে ইতিমধ্যে কিছু জায়গা দখল করে নিয়েছে। আরো জায়গা দখলের জন্য বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে আসছে। সেই সাথে আমার নামে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করে আমাকে সমাজের কাছে হেও প্রতিপন্ন করে চলেছে। তার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।
প্রতিবাদকারী
অনিল কুমার প্রাং, বদোপাড়া, পুঠিয়া, রাজশাহী।
Comments are closed.