প্রতিদিনের শুটে আলিয়া চান ৬০ লাখ, ব্যক্তিগত কর্মী ১ লাখ!

0 ৫৬১

সবশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘সড়ক টু’, যা বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ। সেই আলিয়া ভাট প্রতিদিনের শুটের জন্য চাইছেন ৬০ লাখ টাকার বেশি। শুধু কি তাই, সঙ্গে দিতে হবে ব্যক্তিগত সহকারীর পারিশ্রমিক, হোটেল ও ভ্রমণ খরচ!

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিটের খবর, আলোচিত দক্ষিণী ‘আরআরআর’ সিনেমার জন্য এমন পারিশ্রমিক দাবি করেছেন তরুণ এই অভিনেত্রী।

 

সংবাদমাধ্যমটির দাবি, ‘আরআরআর’ সিনেমার জন্য দর কষাকষি করে প্রতিদিনের শুটের জন্য আলিয়াকে ৫০ লাখ রুপি দিতে রাজি হয়েছেন নির্মাণ-সংশ্লিষ্টরা, যা বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকার বেশি। আলিয়াকে শুটিং করতে হবে ১০-১২ দিন, সেই হিসাবে পুরো সিনেমার জন্য আলিয়া পাবেন প্রায় পাঁচ কোটি রুপির বেশি।

 

তবে এখানেই শেষ নয়, নিজের ব্যক্তিগত কর্মীর পারিশ্রমিকও দিতে হবে আলিয়াকে। সেটা প্রতিদিন এক লাখ রুপি; মানে তাঁকে দিতে হবে মোট ১২ লাখ রুপি। এ ছাড়া এই সিনেমার শুটের জন্য হোটেল এবং ভ্রমণ খরচও নির্বাহ করতে হবে সিনেমার টিমকে।

অ্যাকশনধর্মী ‘আরআরআর’ সিনেমাটি রচনা ও পরিচালনা করছেন এস এস রাজমৌলি। সিনেমাটিতে দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের নায়িকা হবেন আলিয়া ভাট। এ ছাড়া এই সিনেমায় দেখা মিলবে জুনিয়র এনটিআর ও অজয় দেবগনের।

 

সিনেমার গল্প ভারতের স্বাধীনতা যোদ্ধা আল্লুরি সিতারামারাজু এবং কমরাম ভীমকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যাঁরা ব্রিটিশ রাজবংশ এবং হায়দরাবাদের নিজামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।

 

Leave A Reply

Your email address will not be published.