প্রতিপক্ষের জালে গোল উৎসব করেছে বেলজিয়াম

0 ৫০৮

স্পোর্টস ডেস্ক: ইউরো বাছাইপর্বে প্রতিপক্ষ সান ম্যারিনোর জালে গোল উৎসব করেছে বেলজিয়াম।

বৃহস্পতিবার রাতে আই গ্রুপে রোমেলু লুকাকুর জোড়া গোলে ৯-০ ব্যবধানে জিতেছে রবার্তো মার্টিনেজের শিষ্যরা।

ম্যাচের ২৮ ও ৪১তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন লুকাকু।

দলের পক্ষে একটি করে গোল করেন নেসার চাদলি, টবি আল্ডেরওয়ারেল্ড, ইউরি তিলেমাসান, ক্রিস্তিয়ান বেনতেক, ইয়ারি ভারচাসেরান ও তিমোথি ক্যাসটাঙ্গে। এছাড়া ম্যারিনোর ক্রিস্তিয়ান ব্রোলির আত্মঘাতি গোল করেন।

এ জয়ে গ্রুপের সাত ম্যাচের সবকটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুতের পাশাপাশি প্রথম দল হিসেবে ইউরোতে খেলা নিশ্চিত করলো বেলজিয়াম।

Leave A Reply

Your email address will not be published.