পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: আগামী ২৯ জানুয়ারী রাজশাহীর মাদ্রাসা ময়দানে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে পুঠিয়া উপজেলা সদরে এই র্যালী ও পথসভার আয়োজন করেন রাজশাহী জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন ও শ্রমীক লীগ।
এতে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহমান পটল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লা ও সাধারণ সম্পাদক আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক, সাবেক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল হক মাসুদ, পুঠিয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খাঁন ঝন্টু, ছাত্র নেতা হাবিবুর রহমান হাবিব, মিঠু, পৌর শ্রমিক লীগের সভাপতি আব্দুল আলিম প্রমুখ।
পথসভায় আগামী ২৯ জানুয়ারী জনসভা সফল করার জন্য আহবান করেন বক্তারা।