নাটোর প্রতিনিধি: প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাংচুরের প্রতিবাদে নাটোরে প্রতিবাদ সমাবেশ করেছে বঙ্গবন্ধু আইনজীবি পরিষদের সদস্যবৃন্দ। রবিবার কেন্দ্রীয কর্মসুচির অংশ হিসেবে নাটোর আদালত চত্বরে তারা এই কর্মসুচি পালন করেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার, অ্যাডভোকেট আরিফুল ইসলাম অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট মিজানুর রহমান সহ আইনজীবীবৃন্দ।
এ সময় বক্তারা এই হামলারতীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপি জামায়াত আবারো দেশকে অস্থিতিশীল করে তুলছে। তাদের দেশের আইনের প্রতি শ্রদ্ধাবোধ নেই বলেই প্রধান বিচারপতির বাসভবনের মতো জায়গায় হামলা চালাতেও দ্বিধা করেনি।
এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান বক্তারা।