প্রবীণ রাজনীতিবিদ কবির হোসেনের জানাযা অনুষ্ঠিত

0 ২৫৫

স্টাফ রিপোর্টার: প্রবীণ রাজনীতিবিদ সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য এ্যাড. কবির হোসেনের মরদেহে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য  ও  রাজশাহী সিটি কর্পোরেশনের  মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

শুক্রবার দুপুর আড়াইটায় সাহেব বাজার জিরোপয়েন্টে মরহুমের জানাযা নামাজের পূর্বে তাঁর মরদেহে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাসিক মেয়র।

এরআগে মরহুম কবির হোসেনের জানাযা নামাজ সাহেব বাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত হয়।

জানাযা নামাজে অংশ নেন ও জানাজা নামাজের পূর্বে বক্তৃতায় শোক প্রকাশ ও মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের  মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অপরদিকে, জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

জানাজার নামাজ শেষে হেতেম খাঁ গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, গত ৩ মে বেলা ৩টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই প্রবীন
রাজনীতিবিদ ইন্তেকাল করেন।

Leave A Reply

Your email address will not be published.